ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা উপকরণ বিতরণ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৩, ১৭ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২২:২০, ১৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

‘শেখ হাসিনার ঘোষণা, নিরক্ষর আর থাকবে না’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘জাতীয় শিক্ষা দিবস’ পালন করেছে। এ উপলক্ষে এতিমদের মাঝে যাবতীয় শিক্ষা উপকরণ বিতরণ করেছে তারা।

সোমবার বিকাল তিনটার দিকে ক্যাম্পাস সংলগ্ন শাহ মুনিরিয়া হেফয ও এতিম খানায় এ কর্মসূচি পালন করে শাখা ছাত্রলীগের ‘সিক্সটি নাইনের’ পক্ষের নেতা-কর্মীরা।

ক্যাম্পাস সংলগ্ন শাহ মুনিরিয়া হেফয ও এতিম খানায় প্রায় ৬০জন এতিম শিশু শিক্ষার্থীর মাঝে নাস্তা ও খাতা-কলম বিতরণ করেন তারা।  

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক আবু তোরাব পরশ, সাবেক উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন টিপু, সদস্য সাঈদুল ইসলাম সাঈদ, ছাত্রলীগ নেতা মিযান শায়েখ, জহিরুল ইসলাম দীপু, সাঈদ করিম মুগ্ধ, মেহেদী হাসান, শাকিল, মিশুসহ অন্যান্য নেতাকর্মীরা।

চবি শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক আবু তোরাব পরশ বলেন, সকল নাগরিকের জন্য নূন্যতম প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আপ্রাণ চেষ্টার অংশ হিসেবে শিক্ষা দিবস উপলক্ষে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই নিরক্ষর মুক্ত একটি বাংলাদেশ।  

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি